04
Dec
ভর্তি চলছে ! ভর্তি চলছে ! শিশু থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে !
No date available
111907
13412
193
1993
সম্মানিত অভিভাবক,‘‘আল-আরাবীয়া দাখিল মাদরাসা’’-মাদরাসা শিক্ষা ব্যবস্থায় এক অনন্য ও ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তার যাত্রা অব্যাহত রেখেছে। এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের চলার পথে আপনার সার্বিক সহযোগিতা, আন্তরিক পরামর্শ আমাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে বলে আমরা দৃঢ় বিশ্বাসী। মহান আল্লাহতায়ালা আমাদের এ প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।
বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদু লিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আ’লা রাসূলিল্লাহ। সুপ্রিয় অভিভাবক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ কথা সর্বজনবিদিত যে, শিক্ষাই জাতির মেরুদন্ড। আজকের শিশু আগামী দিনের জাতির ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ নাগরিকদের সুশিক্ষিত, সুনাগরিক, মুত্তাক্বী, সচ্চরিত্রবান এবং সর্বোপরি ইহকালীন ও পরকালীন জীবনে সর্বাঙ্গীন সফল মানুষ হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সঠিক ও যুগোপযোগী পাঠ্যক্রম, উপযুক্ত শিক্ষকমন্ডলী, উপযুক্ত পরিবেশ ও সুপরিকল্পিত শিক্ষাপদ্ধতি। ইসলামী শিক্ষা ও আধুনিক বা সাধারণ শিক্ষার সমন্বয়ে যে কারিকুলাম বর্তমানে আমাদের দেশে প্রচলিত তা আলিয়া নেসাব নামে পরিচিত। যে উদ্দেশ্যে এই শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল তা বর্তমানে অনেকটাই অনুপস্থিত। ফুরফুরা শরীফের পীর সাহেব হযরত আবুবকর সিদ্দীক (রহঃ) এর সুযোগ্য খলিফা, হযরত মাওলানা মুহাম্মাদ বেশারাতুল্লাহ আকবরী মেদিনিপুরী (রহঃ) সত্যিকার আলেমে দ্বীন ও ইসলামের খাদেম তৈরীর নিয়তে সুন্নাতভিত্তিক তরীকায় পরিচালিত একটি মাদরাসা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে উক্ত মাদরাসাটিই আলিয়া নেসাবে রূপান্তরিত হয়ে হুযুরের উদ্দেশ্য বাস্তবায়নে নিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ব্যতিক্রমধর্মী আলিয়া নেসাবের সরকারী স্বীকৃতি প্রাপ্ত মাদ্রাসা প্রথম থেকেই ময়মনসিংহের শ্রেষ্ঠ মাদরাসা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আমাদের এই ব্যতিক্রমধর্মী প্রয়াসে আশাকরি আপনার সার্বিক সহযোগিতা, আন্তরিক পরামর্শ ও দোয়া আমাদের প্রচেষ্টাকে সাফল্যের চুঁড়ায় পৌঁছে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের এ প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।